মোঃ মিনহাজুল ইসলাম সুজন
বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের চর-আউলিয়াপুর গ্রামের একমাত্র গ্রাম রক্ষা বাঁধটি ভেঙে যায় ঘুনিঝর শক্তির আঘাতে
সুলুয়েজ গেট সহ ভেঙে পানির স্রোতে ভাসিয়ে নিয়ে যায়
মৌসুমী বৃষ্টি ও বারতি পানির চাপে যখনি এই বেরি বাঁধ টি ছুটে যায় এলাকা বাসির উপর চলে আসে এক কালো মেঘের ছায়া তাদের চোখ মুখে অন্ধকার সহ নির্ঘুম জীবন, তারা কি নিয়ে বাজবে কি খেয়ে বাজবে হতাশায় ভুগছেন পুরো এলাকাবাসী
শত শত একর ফসলি জমি প্লাবিত হওয়ায় নস্ট হচ্ছে মৌসুমী ফসল ব্যাহত হচ্ছে বোরো ধানের চাষ,
এলাকার একাধিক ভুক্তভোগী পরিবারের খোজ নিয়ে জানা যায় তারা সরকারের প্রতি অভিযোগ করে বলেন বেরি বাঁধ ভাঙ্গনের কয়েক সপ্তাহ পার হলেও এখন ও পাশে পাননি কোন সরকারি বা স্থানীয় সহযোগিতা
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমিন আফরোজ বলেন বাঁধের ভাংঙ্গা অংশ টুকু আমি দেখেছি, পানি উন্নয়ন বোর্ড কে আমি অবহিত করব, কোন প্রজেক্ট আছে কিনা, এবং ভাঙ্গা অংশ টুকু সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নেয়াওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।