রাশেদুল হাসান সিনিয়র রিপোর্টার লক্ষ্মীপুর:
নাম আব্দুল কাদের পিতা শরিফ উল্লাহ পালোয়ান বাড়ি পুর্ব দিঘলী ৫ নং ওয়ার্ড চন্দ্রগঞ্জ থানা লক্ষ্মীপুর জেলা , সে এলাকার বহুু লোকের টাকা পয়সা নিয়ে এলাকা থেকে উধাও। এলাকা সূত্রে জানা যায় নুর হোসেন পালোয়ান নামক এক প্রবাসীর কাছ থেকে।বিভিন্নভাবে টাকা পয়সা আত্মসাৎ করে ৩০ লক্ষ টাকা, হাওলাত ১৪ লক্ষ, ইটের পরোয়াটে ৬ লক্ষ, রট ও বালু কিনবে বলে ১০ লক্ষ টাকা মোট ৩০ লক্ষ টাকা।
এবং জহল্লার বাড়ির, চাঁদ মিয়ার কাছ থেকে ৪. চার লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছে সে টাকার শোকে চাঁদ মিয়ার বৌ ষ্টক করে মারা যায়। টাকা দিবো দিচ্ছ, বলে অনেকদিন পর্যন্ত গুরায়, এখনো টাকা দেয়নি টাকা না দিয়ে সে উধাও হয়ে চলে যায় চাঁদ মিয়ার এখন পথে বসার উপক্রম। বদ্দির বাড়ির, সাহাবদ্দীর কাছথেকে ও,তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেয় ইট বালু ও রট,দিবে বলে সবাই একই এলাকা পুর্ব দিঘলী বাসিন্দা।
এলাকা সূত্রে আরো জানা যায়,সে আরো অনেকেট কাছ থেকে বিভিন্ন প্রলোবান দিয়ে, লোভ-লালসায় ফেলে অনেকের কাছ থেকে আরো টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় এলাকার লোকজন জানায় প্রায় ৫০-৬০ লক্ষ টাকা নিয়ে সে উধাও হয়ে যায় আব্দুল কাদেরের ব্যবহারিত ০১৭১৭-৪২৮০৩৩ মুঠো ফোনে বারবার কল করে তাকে পাওয়া যায়নি মোবাইলটি বন্ধ বাতায়।
পাওনা টাকা চাইলে নূর হোসেন পালোয়ানকে বিভিন্ন হুমকি-ধমকি দেয়। এবং তার বিরুদ্ধে থানা একটা মিথ্যা মামলা করে মামলা থেকে নূর হোসেন ডকুমেন্টস দেখিয়ে খালাস পায়। উক্ত বিষয় কেউ এখনো মামলা করেনি নূর হোসেন জানায় আমি কিছুদিন দেখব সমাধানে না আসলে।
তারপর আমি মামলা করবো তার বিরুদ্ধে ভুক্তভোগীদের অভি যোগ। তাকে যে যেখানে পাবেন তাকে ধরে আইনের সফদ্ধ করবে অন্যথায় উক্ত নাম্বারে যোগাযোগ করবেন ০১৮১৯৭০ ৮৭৯৭,