স্টাফ রিপোর্টার, বাকেরগঞ্জ বরিশাল
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বসতঘরে স্বামীর সামনে মারধর ও শ্লীলতাহানি করার ঘটনা ঘটেছে।
২৩ জুন সোমবার বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার ভরপাশা ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জাহাঙ্গীর খানের স্ত্রী ভুক্তভোগী রিনা বেগম (৪৮)
মৃত শাহজাহান খানের পুত্র সাইদুল ইসলাম সহ দুজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাচক্র হচ্ছে, বাকেরগঞ্জ পৌর এলাকার ভরপাশা ৭নং ওয়ার্ড এলাকার মৃত শাহজাহান খানের পুত্র সাইদুল ইসলাম একই এলাকার জাহাঙ্গীর খানের স্ত্রী রিনা বেগম কে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এবং সবাইকে জানানোর হুমকী দেওয়ায় ঘটনার দিন বিকেল ৪টার দিকে রিনা বেগম কে তার বসতঘরে ঢুকে স্বামী জাহাঙ্গীর খানের সামনে এলোপাতাড়ি মারধর করতে থাকে। স্ত্রীকে বাঁচাতে অসুস্থ্য স্বামী এগিয়ে গেলে তাকেও মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।
এক পর্যায়ে হাতে ধারালো ‘দা’ নিয়ে তেড়ে আসে সাইদুলের স্ত্রী বিথী বেগম (৩৮)। এতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় রিনা বেগম কে খুনের উদ্দেশ্যে ধারালো ‘দা’ দিয়ে মাথায় কোপ দেয় অভিযুক্ত সাইদুল। কিন্তু রিনা ‘দা’ ধরে ফেলায় তার হাতের দুই আঙুল কেটে যায়। ঘটনা টের পেয়ে প্রতিবেশিরা দৌঁড়ে এলে সাইদুল পালিয়ে যায়। যাওয়ার সময় যেকোনো সময় স্বমী-স্ত্রী দুজনকে মেরে ফেলার হুমকী দেওয়া হয়।
লিখিত অভিযোগ পাওয়ার পরেও স্থানীয় থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে কোনো ধরণের আইনি ব্যবস্থা গ্রহন না করায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় ভুক্তভোগীরা।
এবিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, এ বিষয়ে সকল ধরণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া আসামি আটকের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানান তিনি।