নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশ অপরাধ পর্যালোচনা সভায় হারানো মোবাইল উদ্ধারের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। সেই নির্দেশনা মোতাবেক রমনা বিভাগের সুযোগ্য ডিসি জনাব মাসুদ আলম উক্ত বিভাগের প্রতিটি থানায় মোবাইল উদ্ধারের বিষয়ে যত্নশীল হতে নির্দেশ দেন।
সেই ধারাবাহিকতায় রমনা বিভাগের ধানমন্ডি জোনের অধীন ধানমন্ডি থানা এবং হাজারীবাগ থানায় এসি ধানমন্ডি জোন শাহ মোস্তফা তারিকুজ্জামান মোবাইল উদ্ধারের জন্য অফিসার ইন চার্জ এবং ইন্সপেক্টর (তদন্ত) এর নেতৃত্বে ডেডিকেটেড টিম তৈরি করেন এবং উক্ত টিমকে মোবাইল উদ্ধার বিষয়ক সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এর ফলাফলস্বরূপ গত মার্চ ২০২৫ মাসে ধানমন্ডি থানা কর্তৃক মোট ২৮ টি এবং হাজারীবাগ থানা কর্তৃক মোট ৭৮ টি হারানো, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সফলতার কারণে সেবা প্রত্যাশীরা সন্তোষ প্রকাশ করেছেন। এক মাসে এত বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার হওয়ায় সকল অফিসারদের মাঝেও মোবাইল উদ্ধারের বিষয়ে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে এবং সকলে ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।