মোঃ রাসেল হুসাইন নড়াইল
বাংলাদেশ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি রূপ কুমার মজুমদার স্মরণে মতুয়া মহাৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী রূপ কুমারের জন্মস্থান সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মদির চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতুয়া মিশন নড়াইল জেলা শাখা ও রূপ কুমার মজুমদারের স্বজনদের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেব সকাল থেকে শ্রী শ্রী হরি লীলামৃত পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ধর্মীয় কীর্ত্তন, আলোচনা ও প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠান কমলাপুর সহ পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি মতুয়া দল অংশগ্রহণ করে। এসময় আয়োজক কর্তপক্ষ মতুয়া দলদের ধর্মীয় রীতিনীতি অনুসারে বরণ করে নেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রূপ কুমারের জীবন ও আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন প্রধান অতিথি মতুয়া মিশন নড়াইল জলা শাখার সভাপতি অসীম কুমার পাল। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি নিমাই গোসাই, অর্থ বিষয়ক সম্পাদক রূপ কুমার মজুমদারের বড় ভাই অসিত কুমার মজুমদার, মতুয়া মিশন নড়াইল পৌর কমিটির সাবেক সভাপতি বিজন বিশ্বাস, রূপ কুমারের ছোট ভাই সঞ্জীৎ কুমার মজুমদার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলন, ‘ হিদু সমাজর বড় অংশ হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা কখনও অশান্তি সমষ্টি করে না। মতুয়াদর ঐক্যবদ্ধ থেকে সমাজ ও দেশের উনয়নমূলক কাজ করার অনুরোধ জানান।
এছাড়াও বক্তারা বলেন, রূপ কুমার মজুমদার মতুয়াদের কল্যাণে কাজ করে গেছেন। তিনি শিশুদের জন্য নিজহাতে নড়াইল জেলায় ১৮টি শ্রী শ্রী হরি লীলামৃত স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। তিনি শিশু শিক্ষা বাস্তবায়নের জন্য যাবতীয় খরচ, বই-খাতা ইত্যাদি, শিক্ষকের বেতন নিজ উদ্যোগে পরিশোধ করতেন। অনক সময় ঋণ করে শিক্ষার ব্যয় বহন করেছেন। বর্তমান সভাপতি অসীম কুমার পালের নেতৃত্বে জেলায় ৩৩টি শ্রী শ্রী হরি লীলামৃত স্কুলের পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে রূপ কুমারের আত্মীয় স্বজন, মতুয়া সম্প্রদায় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
২৫ অক্টোবর রাতে নড়াইল-লোহাগড়া সড়কের শোলমারা কালভার্ট এর কাছে জেলা মতুয়া মিশনের সভাপতি রূপকুমারের রক্তাক্ত দেহ পড়ে থাকে। মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আহত করে ফেলে রাখে খুনীরা। ২৭ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রূপকুমারের স্ত্রী শুক্লা রানী মজুমদার বাদী হয়ে অজ্ঞাত আসামী উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন,পরে মামলাটি পি বিআই
যশারের কাছে রয়েছে( মামলা নং -২৮৯/৭)।