প্রথম বাংলা : ময়মনসিংহ সদর উপজেলা সহ নগরবাসীকে দ্রুততম সময়ে সেবা প্রদান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল, মাদক মুক্ত সমাজ গড়তে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়েছে। ১ জুলাই মঙ্গলবার ময়মনসিংহ নগরীর ২০নং ওয়ার্ড কেওয়াটখালী বাজারে কোতোয়ালী মডেল থানার উদ্যোগে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস, চুরি ছিনতাই, মাদক, জুয়া নির্মূল, ইভটিজিং মুক্ত সমাজগঠন এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ শুরু কোতোয়ালী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম।
মঙ্গলবার ওসি শিবিরুল ইসলাম ঐ সভায় বলেন, খুব দ্রুত একটি কমিটি করা হবে আপনাদের নিয়ে৷ যা এলাকার অপরাধ দমনে কাজ করবে। মাদক, চুরি, ছিনতাই রোধে কাজ করবে। পুলিশ ইচ্ছে করলেও পুলিশের একার পক্ষে অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব না।
অপরাধমুক্ত একটি বাসযোগ্য নিরাপদ সমাজ গড়তে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাদের সহযোগীতাই এই সমাজ থেকে চুরি, ছিনতাই, জুয়া, সন্ত্রাসী, মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ সহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।