নিজস্ব প্রতিবেদক:- বাকেরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। এ সময় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে বর্তমান আইন, এর প্রয়োগ পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা তামাকের কুফল এবং জনস্বাস্থ্যের জন্য এর মারাত্মক ক্ষতির কথা তুলে ধরেন এবং আইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।