বাকেরগঞ্জ প্রতিনিধি
অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় ১ হাজার নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বাশার সিকদার।
শনিবার ২২ মার্চ ও ২১ মার্চ শুক্রবার দুর্গাপাশা ইউনিয়নের তার নিজ বাসভবনে তিনি অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করেন।
এ সময় বাশার সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাশার সিকদার জানান, প্রতিবছর ঈদ উপলক্ষে শুভকাঙ্ক্ষীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করে থাকেন। তারই অংশ হিসেবে এই বছরও প্রায় ১ হাজার জনের মধ্যে ঈদ উপহার হিসেবে মহিলাদের শাড়ি ও পুরুষদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে।