নিজস্ব প্রতিবেদক:- অদ্য ২৫ থেকে ২৭ মে ২০২৫ পর্যন্ত বাকেরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভূমি মেলা ২০২৫”। এই মেলা অনুষ্ঠিত হবে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে, যেখানে থাকছে সরাসরি ভূমি সেবা গ্রহণের সুযোগ।
মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার
আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দীন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন খান তালুকদার শাহিন ইসলামি আন্দোলন সভাপতি মোঃ নাসিরুদ্দিন রোকন ডাকুয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মোঃ ফিরোজ আলম।
উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৫ মে বিকাল ৩টায়।
মেলায় যা থাকছে:
ভূমি উন্নয়ন কর প্রদান
ই-নামজারির আবেদন
চান্দিনা ভিটা নবায়নের আবেদন
ই-পর্চা উত্তোলন
সরাসরি সেবা ও পরামর্শ
২৬ মে দিনব্যাপী চলবে বিভিন্ন সেবা কার্যক্রম।
২৭ মে সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস থেকে র্যালি শুরু হয়ে শেষ হবে উপজেলা পরিষদ চত্বরে।
সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে হবে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য নিবন্ধন বিষয়ক প্রেজেন্টেশন।
সকল নাগরিককে মেলায় উপস্থিত থেকে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।