ভোলা প্রতিনিধি।।
ভোলায় পাওনা টাকা উদ্ধার, বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, মামুন মিয়া নামের এক ভূক্তভোগী।
মঙ্গলবার দুপুরে ভোলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ভূক্তভোগী মামুন মিয়া লিখিত অভিযোগে বলেন, আমি আপনাদের অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি বিনা অপরাধে আমার এলাকার একটি প্রভাবশালী কু-চক্রি মহলের নানা রকম অত্যাচার হতে মুক্তি পাওয়ার লক্ষে আপনাদের সহযোগীতা চাচ্ছি। আমি মূলত একজন সাধারণ ব্যবসায়ী। কায়েকটি দোকান ও কয়েকটি আটো রিক্সা ভাড়া দিয়ে আমি সংসার পরিচালনা করি। সম্প্রতি আমার এলাকার কামাল মিয়া, তানজিল মিয়া, তানবির মিয়া, তাদের নিকট আত্মিয় রাজিবসহ একটি কু-চক্রি মহল আমার পৈত্রিক ভোগ দখলীয় সম্পত্তি অন্যায় ভাবে আত্মসাৎ করার জন্য এবং আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য দৈনিক ভোলা টাইমস, ইউটিউব চ্যানেল ভোলা প্রাকাশসহ বিভিন্ন সামাজিক যোগাযোগে আমার ছবি দিয়ে আমাকে মাদক ব্যবসায়ী, জুয়ারী ও জমি আত্মসাতের অভিযোগ তুলে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। অন্যদিকে এ চক্রের কামাল মিয়া বিভিন্ন অভিযোগ তুলে ভোলা সদর থানায় আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, প্রাকাশিত মিথ্যা সংবাদ ও থানার অভিযোগের কোন ঘটনার সাথে আমি আদৌ জড়িত না। আমি দীর্ঘ দিন যাবৎ আমার পিতার রেখে যাওয়া বৈধ সম্পতিতে ঘর-দরজা, বাগান-বাগীচা সৃজন করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি। অন্যদিকে আমি পেশায় একজন সাধারণ ব্যবসায়ী আমি মাদক ব্যবসা, জুয়াসহ অন্যকোন অবৈধ কাজের সাথে কোন দিনও জড়িত ছিলাম না ও বর্তমানেও জড়িত নাই। বরংচ যারা আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে তাদের থেকে আমি ১৫ লক্ষ টাকা পাওনা রয়েছি। উল্লেখ্য কামাল মিয়া তার চিকিৎসা, তার ছেলেদের চাকুরির জন্য ও ব্যসার কাজে খাটাটোর জন্য আমার থেকে এ টাকা গুলো ধার নিয়েছে। মূলত এ টাকা চাইতেগেলেই তাদের সাথে আমার মনমালিন্য ও শত্রুতা শুরু হয়। তারা আমার এ পাওনা টাকাগুলো আত্মসাতের পরিকল্পনা করে বর্তমানে আমাদের তিন ভাই, জামাল মিয়া তার স্ত্রী মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা, মামুন মিয়া ও খাজা মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগে মিথ্যা অপবাদ রটাচ্ছে। এমতাবস্থায় এ কু-চক্রি মহলের নানা বিদ অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য আমি প্রশাসন ও আপনাদের হস্তক্ষেপ কামনা করি