নিরব হোসেন !!ভোলার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম. হাবিবুর রহমান ভোলা প্রেসক্লাবে টানা তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় ও নব নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা সদর উপজেলা। আজ মঙ্গলবার বিকেলে নতুন বাজার মুক্তিযোদ্ধা সংসদ অফিসে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।এসময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সভাপতি এমএ হাবিবুর রহমান সহ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দকে সম্মানণা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকারের উপ পরিচালক বিবেক সরকার, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, সংবর্ধিত ব্যক্তিত্ব এম. হাবিবুর রহমান সহ বীরমুক্তিযোদ্ধাগণ। এসময় বক্তারা সাংবাদিকদ হাবিবুর রহমানের বীর মুক্তিযোদ্ধা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা ও যুদ্ধে অংশ গ্রহণ মে অবদান রাখেন তা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।