| ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি November 26, 2025, 11:17 am
Title :
বরিশালে নারী ও শিশু নির্যাতন মামলার ২ নং আসামি গ্রেপ্তার মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইশরাক, সদস্য সচিব নান্নু দলীয় শৃঙ্খলাও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসকে সভাপতি পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে কাঁচা রাস্তা থাকবে না, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত আধুনিক বাকেরগঞ্জ হবে শান্তির নগরী আবুল হোসেন খান বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়েত ইসলামের মটরসাইকেল শোভাযাত্রা বাকেরগঞ্জে অধ্যক্ষ ইউনুস খানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত বাকেরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি দখল করে বাউন্ডারি নির্মাণ! মিথ্যে মামলায় সংখ্যালঘু পরিবার বাড়ি ঘর ছাড়া  নারী লোভী রানার বিরুদ্ধে স্ত্রী সহ দুই সন্তান মেরে ফেলার অভিযোগ ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে এসে কুমিল্লার ছেলে আরমান হোসেন নিখোঁজ

ঐতিহ্যের নতুন দিগন্ত: বাকেরগঞ্জে উদ্বোধন হলো নান্দনিক স্থাপনা “ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
  • 12 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :বরিশালের বাকেরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো উপজেলার প্রধান প্রবেশপথে নির্মিত নান্দনিক সৌন্দর্যবর্ধন প্রকল্প “ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ”। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা–কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন বাকেরগঞ্জ চৌমাথার পুরাতন সিনেমা হলের সামনে স্থাপনাটির উদ্বোধনের মাধ্যমে এলাকার প্রবেশদ্বারটি পেল এক নতুন পরিচয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রুমানা আফরোজের পরিকল্পনা, দূরদর্শিতা ও তত্ত্বাবধানে বাকেরগঞ্জ পৌরসভা প্রকল্পটি বাস্তবায়ন করেছে। স্থানীয় ঐতিহ্যকে আধুনিক রূপে সাজিয়ে তুলতে তাঁর আন্তরিক প্রচেষ্টাই এই ল্যান্ডমার্ক নির্মাণে প্রধান ভূমিকা পালন করেছে।

নতুন স্থাপনাটির কেন্দ্রে স্থাপন করা হয়েছে বিশাল সাদা অক্ষরে লেখা “BAKERGANJ” নামফলক, যার দু’পাশে যুক্ত করা হয়েছে হৃদয়চিহ্ন। এই হৃদয়চিহ্ন শুধু নান্দনিকতার প্রতীক নয়, বরং বাকেরগঞ্জবাসীর আন্তরিকতা, উষ্ণতা ও ভালোবাসার প্রতিচ্ছবি।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রুমানা আফরোজ বলেন, “আমরা চেয়েছি বাকেরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যকে আধুনিক ও নান্দনিকভাবে উপস্থাপন করতে। এই স্থাপনাটি শুধু সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং আমাদের জনপদের প্রতি ভালোবাসা ও অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “এটি তরুণ সমাজ ও আগত ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় সেলফি পয়েন্টে পরিণত হবে এবং বাকেরগঞ্জকে নতুনভাবে পরিচিত করবে।”

এ সময়ে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ বাকেরগঞ্জের পরিচিতি বহুগুণ বাড়াবে এবং আধুনিক বরিশালের অন্যতম আকর্ষণীয় স্থানে রূপ নেবে এই নতুন ল্যান্ডমার্কটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category