| ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ |১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি October 10, 2025, 10:12 am
Title :
পূর্বধলায় গনঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা সাবেক নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক জজ মান্নানের সম্পদের খোঁজ পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী “হেলালী”এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছে টাঙ্গাইল-৭ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রিয়ার এডমিরাল মোস্তাফিজুর রহমান বাকেরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ভূমিদস্যু আলু রশিদ ( বিএনপির এক নেতার ছত্রছায়ায় চালাচ্ছেন তার অপকর্ম) বাকেরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে আওয়ামী নেতা রশিদের ঘর নির্মানের চেষ্টা, বাধা দিলে তিনজনকে পিটিয়ে আহত রাজধানীতে ভোরে সিএনজি অটোরিকশা দিয়ে ম্যানহোল ঢাকনা চুরি বরিশালের তরুণ সমাজকর্মী মো: সিফাত ই মঞ্জুর রোমান অর্জন করলেন ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচন কাশেম সভাপতি রফিক সম্পাদক বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে শিক্ষা উপকরণ বিতরণ করেন ডা :শাহারিয়ার মিঞা সাহিদ

কৃষি বিভাগের সহযোগিতায়”মধুপুর লালমাটি পাহাড়ে পেঁপের বাম্পার ফলন ও দামে খুশি কৃষক

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
  • 27 Time View

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মধুপুরে এ বছর এক হাজার ৫৬ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। এতে প্রায় ৩৫ ৪০ মেট্রিক টন পেঁপে উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। যার বাজার মূল্য ৪ শত কোটি টাকা দাঁড়াবে বেলে আশা কৃষি বিভাগের। এদিকে টাঙ্গাইলের মধুপুর পাহাড়িয়া গড়াঞ্চলে এবার অন্যন্য সবজি ফসলের তুলনায় পেঁপেরও বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। সেই সাথে দামও পাচ্ছেন আশানুরূপ। ভালো ফলম ও দামের কারণে আগামীতে আরো বেশি চাষের প্রত্যাশা করছেন কৃষক।

মধুপুরের মিজাবাড়ী এলাকায় ৭ বিঘা জমি লিজ নিয়ে টপলেডি জাতের পেঁপে চাষ করেছেন নতুন কৃষি উদ্যোক্তা শাহজামাল মিয়া। তার এ ৭ বিঘা জমির পেঁপে বাগানে খরচ হয়েছে ১০ লক্ষাধিক টাকা। খরচ একটু বেশি হলেও ২০ থেকে ২২ লক্ষ টাকা বিক্রির আশা করছেন এই কৃষক। তিনি বলেন, বাগান থেকে আমার ২ লাখ ৩০ হাজার কেজি পেঁপে উৎপন্ন করেছি। প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি করেছি। বাজার ভেদে আরো বাড়তে পারে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহদুল ইসলাম জানান, আমার দায়িত্বরত এলাকা মিজাবাড়ী ইউনিয়ন, এখানে ছোট বড় মিলে ১২টি বাগান রয়েছে। প্রতিদিন এদেরকে তারদের সাথে কথা বলে নানা ভাবে পরামর্শ দিয়ে থাকি যাতে করে ফলন ভালো হয় ও অধিক দামে নিয়ে কৃষকেরা বিক্রি করতে পারে।

রানিয়াদ গ্রামের কৃষক মজনু মিয়া বলেন, গত বছর আমি ৩ বিঘা জমি ২ বছরের জন ২লক্ষ টাকা দিয়ে লিজ নিয়েছি ১৫শ পেঁপে র চারা রোপন করছি এতে আমার খরচ হয়েছে ৫ লক্ষ টাকা। আশা করছি ১২ লক্ষ টাকা মত বিক্রি করতে পারবো। পেঁপে ব্যবসারী হাজিজুল জানান, আমি প্রতি বছর ১০ ১২ লক্ষ টাকার পেঁপেবাগান কিনি। এবছর ১৭ লক্ষ টাকার দুই মন করে পেঁপে ধরেছে আশা করছি এ বছর ভালো লাভ থাকবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্যমতে মধুপুরে এ বছর এক হাজার ৫৬ হেক্টর জমিতে

পেঁপে চাষ হয়েছে। যা প্রায় ৩৫-৪০ মেট্রিক টিন উৎপাদন সম্ভব। যার বাজার মূল্য দাড়াবে ৪ শত কোটি টাকা।

উপজেলার বেশিরভাগ এলাকা তুলনামূলক উচু হওয়ায় এখান কার কৃষকদের আনারস ও পেঁপে চাষে আগ্রহ বেশি কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁপে চাষে জমি প্রস্তুত থেকে শুরু করে গাছ থেকে পেঁপে তোলা পর্যন্ত বিঘাপ্রতি প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। দাম ভালো থাকলে বিঘাপ্রতি দেড় থেকে দুই লাখ টাকার বেশি পেঁপে বিক্রি করা যায়। এ কারণে উপজেলার প্রায় সব কটি ইউনিয়নেই কমবেশি পেঁপের আবাদ হয়ে থাকে। এ ছাড়া, চাষিদের পেঁপে জমি থেকে বায়েরে নিয়ে বিক্রি করতে হয় না। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে জমি থেকেই পেঁপে কিনে নিয়ে যান। ঢাকাসহ দেশের সব জেলার সঙ্গে মধুপুরে যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় এই এলাকার পেঁপের চাহিদা রয়েছে। মধুপুর উৎপাদিত পেঁপে চাহিদা মিটিয়ে রাতধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে। এ এলাকায় সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে টপলেডি জাতের পেঁপে।

মধুপুরের মিজাবাড়ী, ভাইঘাট, ইদিলপুর, টেলকি, বেরিবাই, গারো বাজার, দোখলা, আলোকদিয়া, লাউফলা, অরণখোলাসহ বিভিন্ন এলাকার চাঁধিরা দেশীয় জাতের পাশাপাশি উপলোড, গ্রিনলোড, থাইসহ নানা জাতের পেঁপে চাষ করেছেন। এখানকার প্রতিটি গাছ থেকে মেলে ৫০-৬০ কেজি পেঁপে। প্রতিটা গাছে খরচ হয়েছে ৩০০ ৪০০০ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, মধুপুরে আবহাওয়া অনুকূলে থাকায় প্রচুর পরিমাণে পেঁপে চাষ হয়েছে। চারা রোপণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ দেয়া হয়ে থাকে। মধুপুরের তিন ধরনের পেঁপে উৎপাদন হয় উপ লৌড, রেড লেডি, সুইট লেডি, মধুপুরের টপ অধিদপ্তরের কর্মকর্তা এবং কর্মচারাগণ প্রতিনিয়ত মাঠে গিয়ে ভিজিট করছে । যাতে করে আরো বেশি পেঁপের ফলন বৃদ্ধি করা যায়। কৃষকরা এই ফসলটি আবাদে উৎসাহিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category