
নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগন্জ ইউনিয়ন এর বাসিন্দা
শাহাজান মাঝি তার রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। নদীতে ডাকাতি করা তার মুল পেশা জেলেদের জিম্মি করে তাদের সর্বস্ব লুটপাট করে হয়েছে কোটি পতি। ডাকাতি করা অবস্থায় বেশ কয়েক বার মারধর এর শিকার হোন। তার পরে ও থেমে নেই, অন্যর জমি দখল করা থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যা তার দ্বারা অসম্ভব। তার বাহিনীর আরেক সদস্য।
হেলাল জাকের পার্টির নাম করে করে, সালিশ বানিজ্য, ও জাকের পার্টির অফিসের নাম করে গন আদালত বসিয়ে চাঁদা বাজি ও সালিশ চলে, চলে জমজমাট জোয়ার আসর, ওসির নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করে বলে অভিযোগ পাওয়া যায়। অন্য দিকে মমিন উল্লাহ মেস্তুরী বলেন হেলাল আমাকে প্রান নাশের হুমকি দিচ্ছে, চন্দ্র গন্জ এ নাকি তাঁর বাহিনী আছে তাদের কে বললে তারা আমাকে হত্যা করবে। আমি বর্তমান এ হেলাল এর ভয়ে আতংকিত থাকি। অপরদিকে এলাকায় অসহায় মানুষের জমি দখল করার অভিযোগ রয়েছে শাহজাহান মাঝি ও হেলাল এর ব্বিরুদ্ধে।
গত বছর এর ৫ ই আগষ্ট সরকার পরিবর্তন হলে জলদস্যু শাহজান মাঝি ও হেলাল এর নেতৃত্বে একদল সন্ত্রাসী সাবেক কমিশনার শাহাদাত হোসেন রুবেলের জলা পুকুর ও জমি দখল করে। এ বিষয়ে শাহাদাত হোসেন রুবেল বলেন আমার পৈত্রিক সম্পত্তি ও আমার নানাদের সম্পত্তি সহ শত একর জমি আমি দেখাশোনা করে আসছি। কিন্তুু একটি সন্ত্রাসী বাহিনী তার দলবল নিয়ে আমাদের সম্পত্তি জোর করে দখল করে নেয় শাহাজান মাঝি ও হেলাল বাহিনীর লোকজন।
আমি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি,
অপরদিকে মোমিন উল্লা মেস্তুরী বলেন শাহজাহান মাঝি আমার বায়না কৃত জমি যেখানে সে জমি দখল করে শাহাজান মাঝি ও হেলাল বাহিনীর লোকজন।
আমি তাদের কাছে জানতে চাই তাঁরা কি ভাবে এ জমি দখলে আসে তাঁরা বলে তাঁরা রুবেল কমিশনার এর আত্মীয়দের কাছ থেকে ক্রয় করে, তাদের কাছে ডকোমেন্ট চাইলে তাঁরা তা দেখাতে পারিনি।
আমি এ বিষয়ে আইনত ব্যবস্থা নিয়েছি। আদালতে আমি একটি মামলা করি।দেওয়ানী মামলা ৮৯৩/ ২৫,
আমি আদালতের রায় কে সন্মান জানাই। আদালত যে রায় দিবে আমি তা মাথা পেতে নিবো।
প্রশাসন এর নিকট আমার একটাই অনুরোধ আদালতে মামলা চলাকালীন সময়ে যেন শাহজান মাঝি ও তাঁর সন্ত্রাসী বাহিনী এ জমিতে কোন কিছু করতে না পারে।