| ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি November 26, 2025, 11:17 am
Title :
বরিশালে নারী ও শিশু নির্যাতন মামলার ২ নং আসামি গ্রেপ্তার মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইশরাক, সদস্য সচিব নান্নু দলীয় শৃঙ্খলাও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসকে সভাপতি পদ থেকে অব্যাহতি বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে কাঁচা রাস্তা থাকবে না, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত আধুনিক বাকেরগঞ্জ হবে শান্তির নগরী আবুল হোসেন খান বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়েত ইসলামের মটরসাইকেল শোভাযাত্রা বাকেরগঞ্জে অধ্যক্ষ ইউনুস খানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত বাকেরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি দখল করে বাউন্ডারি নির্মাণ! মিথ্যে মামলায় সংখ্যালঘু পরিবার বাড়ি ঘর ছাড়া  নারী লোভী রানার বিরুদ্ধে স্ত্রী সহ দুই সন্তান মেরে ফেলার অভিযোগ ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে এসে কুমিল্লার ছেলে আরমান হোসেন নিখোঁজ

” বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।” — আবুল হোসেন খান

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫
  • 27 Time View

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :- বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক ও বরিশাল -৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন,​ “জাতীয়তাবাদী আদর্শ সবসময়ই সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী। বিএনপি জন্মলগ্ন থেকেই অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক। বাকেরগঞ্জে অসাম্প্রদায়িক ঐক্য সুদৃঢ়। তিনি আরও বলেন, যেকোনো মূল্যে বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

তিনি রবিবার (৯ নভেম্বর) বেলা ১০টায় বাকেরগঞ্জের উপজেলা বিএনপি’র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) বাকেরগঞ্জ উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের উদ্যোগে আয়োজিত বাকেরগঞ্জ উপজেলাধীন সকল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ​তিনি আরও বলেন, “এই নবগঠিত কমিটি প্রমাণ করে যে, বাকেরগঞ্জে বিএনপি শুধু সংখ্যাগরিষ্ঠের নয়, বরং প্রতিটি ধর্মীয় জনগোষ্ঠীর আস্থা ও ভরসার ঠিকানা। বর্তমানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে।”

প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিএনপির সংহতি পুনর্ব্যক্ত করেন।
​সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত ইউনিয়ন কমিটির নেতারা তাদের বক্তব্যে উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা তৃণমূল পর্যায়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যেকোনো ধরনের হয়রানি রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং আগামী দিনে বিএনপির সকল গণতান্ত্রিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।
​উপজেলা বিএনপির শীর্ষ নেতারাও নবগঠিত কমিটিগুলোর মাধ্যমে তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
​​নবগঠিত কমিটিগুলোর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখা হবে।

​আন্দোলনে অংশগ্রহণ: গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে ফ্রন্টের সকল নেতৃবৃন্দকে সক্রিয়ভাবে অংশ নিতে উদ্বুদ্ধ করা।বাকেরগঞ্জ উপজেলা বিএনপির হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনীয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন
বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির জোমাদ্দার,বাকেররগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, , বরিশাল জেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যানফ্রন্টের আহবায়ক মন্টু চন্দ্র বৈদ্য, সদস্য সচিব কলিন্স রায়, বাকেরগঞ্জ উপজেলার সদস্য সচিব গোপাল চন্দ্র দাস সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সকল ইউনিয়ন কমিটির নতুন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category