খান মেহেদী :- বাকেরগঞ্জে আলোচিত মাদক ব্যবসায়ী ইয়াবা লিমনের কিশোর গ্যাং সদস্য, বাকেরগঞ্জ উপজেলা ঘিরে মাদক সাপ্লাই কার ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী রাজিন পুলিশের হাতে ২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার।
রাজিন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর, ইয়াবা ব্যবসায়ী লিমন, থানা পুলিশ কে বিতর্কে ফেলাতে গত দুই দিন যাবত ফেসবুক অনলাইনে পুলিশের বিরুদ্ধে নিউজ করতেছে। পুলিশ মাদক ব্যবসায়ী রাজিন কে গ্রেফতার করার পর, লিমনের মাথা নষ্ট হয়। লিমনের পক্ষ থেকে রাজিন কে ছাড়াতে গেলে থানাপুলিশ রাজি না হওয়ায় ইয়াবা লিমন নাইম মৃধা নামে এক ছাত্রদল নেতার পিছু লেগে নাঈমের বিরুদ্ধে মনগড়া নিউজ লিখে লিমনের শিষ্যগোষ্ঠী মাদক ব্যবসায়ী রাজিন,রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত্যু নান্না হাওলাদারের ছেলে।
এর আগে এই ইয়াবা ব্যবসায়ী রাজিন ১ কেজি ৫০০ গ্রাম গাজা সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন। তখন এই রাজিন কোর্ট থেকে শিশু আইনে ভুয়া জন্মনিবন্ধন দেখিয়ে ছাড়া পান। জেল হাজত থেকে ছাড়া পাওয়ার পর থেকে রাজিন পুনরায় বাকেরগঞ্জে ১৪ টি ইউনিয়ন সহ পৌরসভায় সেন্ডিগেট তৈরী করে মাদক সরবরাহ করে। বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে এলাকাবাসীর দাবি যাহাতে রাজিন পুলিশ রিমান্ডে এনে মাদকের বড় চালান তার কাছ থেকে বের করে।