অপরাধ,
আন্তর্জাতিক,
খোলা কলাম,
গনমাধ্যাম,
জাতীয়,
বিনোদন,
বিশেষ প্রতিবেদন,
রংপুর,
রাজনীতি,
লাইফস্টাইল,
সম্পাদকীয়,
সারাদেশ
রংপুর বিভাগ কুড়িগ্রামের ধরলা নদী থেকে ভেসে এলো অজ্ঞাত এক যুবকের মরদেহ
Reporter Name
-
Update Time :
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
-
37 Time View

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী-রংপুর বিভাগ”
রংপুর বিভাগের কুড়িগ্রামেে বুকে বহমান ধরলা নদীর ধরলা ব্রিজ থেকে ১ কিলোমিটার ভাটিতে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
বুধবার ( ৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। এর আগে মরদেহটি দেখতে পান স্থানীয় বসবাস রত মানুষজন।
স্থানীয়রা জানান, আনুমানিক ৪০ বছর বয়সী এক যুবকের মরদেহ ধরলা নদীতে ভাসতে দেখেন তাঁরা। পরে পুলিশকে খবর দেন তারা। তাদের ধারণা মরদেহটি উজান থেকে ভাসতে ভাসতে এসেছে। তার পরনে শুধু লুঙ্গি রয়েছে।
কুড়িগ্রাম নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগের মরদেহটি। এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।
সাংবাদিক রা সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান গতো এক বছরে বাংলাদেশে যে পরিমান খুন ধর্ষণ লুটপাট হয়েছে গতো ১দশকে তা হয়নি, চুরি ডাকাতি একের পর এক বেড়েই চলেছে।
সন্ধ্যার পর সাধারণ জনগণ ঘর থেকে বের হতে ভয় করছে। বি এন পি নেতা রা সাংবাদিক ব্যাবসাহিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, হত্যা করছে।
আজ দেশে পুলিশ বাহিনী সেনাবাহিনী সাংবাদিক কেউ নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কে দিবে তা নিয়ে চিন্তিত আজ সাধারণ জনগণ।
মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী রংপুর বিভাগ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category