স্টাফ রিপোর্টার:
নেত্রকোনা জেলা, পূর্বধলা উপজেলার, ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রামের বিএনপি কর্মী আব্দুল আল হেলালী দলের পরিচয়ে বিভিন্ন অনিয়ম কর্মকাণ্ড ও দূর্নীতি শুরু করেছে। এছাড়াও বিভিন্ন মানুষকে হুমকি বাড়িতে গিয়ে হামলা এবং মানুষের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বেড়া দেওয়ার মতো জঘন্যতম কাজ করে যাচ্ছে।
সেই সাথে একজনের বাড়িতে গিয়ে মহিলাকে মাথায় রামদা দিয়ে কুপ দিয়ে গুরুতর ভাবে আহত করে। এমন জঘন্যতম সন্ত্রাসী কাজ করায় হেলালী সহ কয়েককনের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় আব্দুল আল হেলালী জাবিন অযোগ্য ওয়ারেন্টের আসামী হয়ে পলাতক অবস্থায় দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল।
এলাকাবাসী বলছে আব্দুল আল হেলালী দলের পরিচয় দিয়ে এলাকায় এমন জঘন্যতম বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে বলে দলের বদনাম করছে অথচ দলের নেতৃবৃন্দ কোন পদক্ষেপ নিচ্ছে না। সত্যিই বিষয়টা দুঃখজনক। অপরাধী যে দলের হোক তার বিচার হওয়া উচিত বলে আমরা মনে করি।