সোহেল রানা
ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য ও নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ঈদের নামাজ আদায় করা। একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতার মাধ্যমে ঈদের আনন্দ সমান ভাবে পালন করা।
ঈদুল আজহা’র এই আনন্দঘন মুহুর্তে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর ১নং ওয়ার্ড বাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ঐতিহ্যবাহী কালিগঞ্জ বাজারের তরুণ সমাজসেবক মোঃ শাহিন জোমাদ্দার।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ইবাদাত, ত্যাগ ও গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং আমাদের পশু কুরবানী কবুল করে নেন। কুরবানীর মাধ্যমে আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষায় ও ইসলামের সঠিক পথে যেনো আমাদের জীবন পরিচালিত হয়।
মোঃ শাহিন জোমাদ্দার ১ নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদ- উল- আজহা এর শুভেচ্ছা বার্তায় আরো বলেন, উৎসবের সঙ্গে সঙ্গে ঈদুল আজহায় থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশা। আমাদের আশেপাশে থাকা কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে, সেজন্য যারা স্বচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। যাতে আমাদের ওয়ার্ডের প্রতিটি পরিবার ঈদের আনন্দে অংশীদার হতে পারে।
আমার প্রিয় ফলাঘর ১ নং ওয়ার্ডের প্রতিটি গৃহে প্রবাহিত হোক সুখ-শান্তি ও নিরাপদ জীবন যাত্রা। পবিত্র ঈদুল আজহায় সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারো সবাইকে ঈদুল আজহা’র শুভেচ্ছা ও অভিনন্দন।