মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।শুক্রবার (১১ অক্টোবর) জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ গুরুত্বপূর্ণ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।এসময় জেলা পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মণ্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তিনি পূজামণ্ডপে ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপ্স শামসুল হক, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মুরশেদুল আলম ভূঁইয়া, এসআই সিরাজুল ইসলাম, এসআই রুমেন আহমদ, এসআই মোস্তফা কামাল, কল্যাণ প্রসন চম্পা প্রথম আলো জুড়ী কুলাউড়া প্রতিনিধিঃ মোঃ জাকির হোসেন বি বাংলা টিভি জুড়ী প্রতিনিধিঃ মোঃ মাছুম আহমদ দৈনিক চিত্র জুড়ী প্রতিনিধিঃ প্রমুখ।