নিজস্ব প্রতিবেদক
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সালাম মৃধাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক, ০৯ মার্চ ২০২৫ ইং তারিখে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ছাত্রদল নেতা আসাদুল্লাহর হাত-পায়ের রগ কেটে দেয়ার মত নৃশংস ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা।
সম্প্রতি বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভায় বহিষ্কৃত সালাম মৃধার উপস্থিতি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা। তারা মনে করছেন, একজন বহিষ্কৃত অপরাধী নেতার এমন উপস্থিতি দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী এবং এটি বিএনপির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
নিয়ামতি ইউনিয়ন বিএনপির নেতারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছে কড়া প্রতিবাদ জানিয়ে বলেন, দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বহিষ্কারাদেশ কার্যকর রাখতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে আরও কঠোর অবস্থান গ্রহণ করা জরুরি।