নেত্রকোনা জেলা, পূর্বধলা উপজেলার, ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রামের বিএনপি কর্মী আব্দুল আল হেলালী গত ২৩/৪/২০২৫ ইং তারিখে পূর্বধলা হাসপাতালের সামনে থেকে একজন মুক্তিযোদ্ধা সন্তানের এমাহা ভারশন-২ মোটরসাইকে লটির তালা ভেঙ্গে নিয়ে যায়।
মোটরসাইকেলের মালিক যখন হাসপাতালের ভিতর থেকে এসে থেকে মোটরসাইকেলটি নেই, তখন খোঁজাখুঁজি করে খবর নিয়ে দেখে আব্দুল আল হেলালী সহ ৩/৪ জন মিলে এখান থেকে মোটরসাইকেলটি নিয়ে যায়। চুরি করে সে নিয়েছে জানাজানি হওয়ায় ধরা খাওয়ায়, তারপর লোক মাধ্যমে মোটরসাইকেলটি ফেরত দেয় বিএনপি লোকজন ও উনার আত্মীয়র কাছে।
তারপর মোটরসাইকেল মালিক মুক্তিযোদ্ধার সন্তানকে বিভিন্ন জনে বলে চুরি করে নিয়ে যাওয়া এই বিষয়টা কাউকে না বলার জন্য এবং থানায় মরটসাইকেল চুরি মামলা যেন না করা হয়।
এতে বিএনপির ছেলের বদনাম হবে সকলের কথা রাখতে গিয়ে সেদিন আব্দুল আল হেলালীর বিরুদ্ধে থানায় মোটর সাইকেল চুরির মামলা করেনি। কিন্তু গত ৩০/৬/২৫ ইং তারিখে আব্দুল আল হেলালির বাড়ির পাশে বাড়িতে রাখা সেই মোটরসাইকেলটি চুরি হয় রাতে। খোঁজ নিয়ে যানা যায় আব্দুল আল হেলালী বিএনপি দলের পরিচয় দিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করেছে। এলাকার লোকজন জানায় আব্দুল আল হেলালী এসব করে দলের বদনাম এবং এলাকার শান্তি নষ্ট করছে।
এই বিষয়য়ে মোটরসাইকেল চুরি যাওয়া ব্যক্তি মুক্তি যোদ্ধা সন্তানের সাথে কথা বললে তিনি বলেন সময় হলেই সাংবাদিক সম্মেলন করে সকলের সামনে তিনি সকল কিছু গণমাধ্যম তুলে ধরবেন বলে জানান।
এই বিষয়ে যানা যায় চুরি যাওয়া মোটরসাইকেলটির বিষয়ে পূর্বধলা থানায় প্রাথমিক অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে অফিসারের সাথে কথা বলার সময় তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি সুস্থ তদন্তর ভিত্তিতে অপরাধী দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে অপরাধী যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে।