| ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি June 21, 2025, 11:28 am
Title :
বরিশালের বাকেরগঞ্জে ঘুনিঝর শক্তির আঘাতে বেরি বাঁধ ভাঙ্গন পানিতেপ্লাবিত চর আউলিয়াপুর এলাকার শতশত পরিবার দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নগরীতে জুম্মান-সাজ্জাদ’কে ফাঁসাতে মরিয়া আতিকুর ও মিনার উড়িবুনিয়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জের তরুণ প্রজন্মের কাছে বিএনপি নেতা নূরুল ইসলাম খান মাসুদ ব্যাপক জনপ্রিয় রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান বাকেরগঞ্জে ১০ টি চোরাই অটোরিকশা উদ্ধার চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার প্রায় দুই শতাধিক চোরাই রিক্সার আলামত উদ্ধার গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন বরিশালে কালচারাল অফিসার ‘অসিত বরণ দাশ’কে’ বিতর্কিত করার চক্রান্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাকেরগঞ্জ বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মুশফিকুর রহমান শাওন

প্রবাসী অধিকার পরিষদ সভাপতি ফিরোজ ডাকুয়ার বিরুদ্ধে স্বরযন্ত্র মূলক অপপ্রচার,মিথ্যাচারে নিন্দা ও প্রতিবাদের ঝড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
  • 56 Time View

বরিশাল প্রতিনিধিঃ

বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের ডাকুয়া পরিবারের কৃতি সন্তান লেবানান প্রবাসী ফিরোজ ডাকুয়ার বিরুদ্ধে স্বরযন্ত মূলক অপ্র প্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদে ফুঁসে উঠছে সাধসাধারণ মানুষ ও প্রবাসীরা। লেবাননে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সন্মানিত সভাপতি ফিরোজ ডাকুয়ার দেশে ও বিদেশে সকল প্রবাসী ভাইদের আপদে বিপদে সব সময় পাশে থেকেছেন। ফিরোজ ডাকুয়া পারিবারিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বি এনপির রাজনীতির সাথে যুক্ত রাজনৈতিক সুবাদে তিননি বাকেরগঞ্জের বিভিন্ন মানুষের বিপদের সময় পাশে থেকেছেন , তার পরিবার আওয়ামী লীগ শাসনআমলে হামলা ও মামলার শিকার বিভিন্নভাবে হয়রানি ও অপদস্ত হয়েছে তার পরিবার তবুও বি এনপি ছাড়েনি, বি এনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আর্দশে একচিত্তে রাজপথে রয়েছেন বহুকাল ধরেই। ফিরোজ ডাকুয়া একজন সৎ আর্দশবান ন্যায়পরায়ন ব্যক্তিত্ব, তার জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষানিত হয়ে তার ও তার পরিবারকে রাজনীনৈতিক ও সামাজিকভাবে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল। তারা তাকে নিয়ে প্রতিহিংসা মিথ্যাচার, করে বাকেরগঞ্জ ভরপাশা ইউনিয়নের কুখ্যাত শাহাদত খলিফার পুত্র, ১২ মামলার আাসামী লুচ্চা লম্পট ইয়াবা ব্যবসায়ী ভুয়া সাংবাদিক বন্দর নিবাসী দানিসুর রহমান লিমনকে ম্যানেজ করে ভুল তথ্য দিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র করে তার সন্মান নষ্ট করার চেষ্টা করতেছে। এ বিষয় তৌহিদ ইসলাম সুজন হাং বলেন
ফিরোজ ডাকুয়া গ্রামের গর্ব ও আদের্শ সকল ভালো কাজের সাথে তাকে যুক্ত থাকতে দেখছি, সে প্রবাসীদের অভিভাবক ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত,
নাম প্রকাশে অনিচ্ছুক এক লেবানন প্রবাসী বলেন, বাকেরগঞ্জের গর্বিত সন্তান ফিরোজ ডাকুয়া, যিনি শুধু লেবাননে নয়, পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কাছে এক ভরসার নাম। প্রবাসীদের অধিকার রক্ষায়, তাঁদের সংকটে পাশে দাঁড়িয়ে, এবং সমাজসেবায় অনন্য ভূমিকা রেখে তিনি আজ হয়ে উঠেছেন মানবতার প্রতীক।
লেবাননে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি, যেখানে তাঁর নেতৃত্বে হাজারো প্রবাসী ন্যায়বিচার ও সাহায্য পেয়েছেন। অর্থনৈতিক সংকট হোক বা আইনি জটিলতা—ফিরোজ ডাকুয়া সবসময় প্রবাসীদের পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধান করে যাচ্ছেন তার বিরুদ্ধে বাকেরগঞ্জের লম্পট ইয়াবা লিমনের এজেন্ডা বাস্তবায়ন কখনো আলোর মুখ দেখবেনা, তিনি লিমনের ভুল তথ্য দিয়ে নিউজ করার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উপজেলা বি এন পি নেতা বোয়ালিয়া এলাকার বাসিন্দা এডভোকেট জিন্নাহ রথী বলেন ফিরোজ ডাকুয়ার রাজনৈতিক ও পারিবারিক ইতিহাস সুদীর্ঘ। তাঁর পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে যুক্ত, আর এ কারণেই তাঁরা বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আওয়ামী লীগের শাসনামলে নানা বাধা, মামলা ও নির্যাতন সত্ত্বেও ফিরোজ ডাকুয়া তাঁর আদর্শচ্যুত হননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অবিচল থেকে তিনি গণমানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার ও জসিম ডাকুয়ার বিরুদ্ধে লিমনের অপপ্রচারের নিন্দা জানাচ্ছি।

শুধু রাজনৈতিক ভাবে নয়, সামাজিক ভাবেও তিনি অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তার অর্থিক সহায়তায় চিকিৎসা সাহায্য নিয়ে এক সময় সুস্থ হয়ে ওঠা নিরব হাওলাদার বলেন প্রবাসে শ্রমজীবী ভাইদের প্রতি তাঁর সহমর্মিতা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাঁকে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছে। তাঁর এই জনপ্রিয়তা ও জনসেবামূলক কাজ অনেকের সহ্য হয় না। একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। কিন্তু প্রকৃত সত্য হলো, ফিরোজ ডাকুয়ার মতো সৎ, নির্ভীক ও মানবিক ব্যক্তিত্ব কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং করবেনও না। তিনি অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয় স্থানীয় সাংবাদিক জাহিদুল ইসলাম মনির বলেন ফিরোজ ডাকুয়া বহুকাল ধরেই মানবিক সেবা মূলক কর্মকান্ডের সাথে জরিত, এলাকায় যে কোনো মানুষের বিপদ আপদে খোঁজ খবর নিয়ে তার পাশে থাকছেন, মসজিদ মাদ্রাসায় অনুদান দেওয়া সহ ব্যাক্তিগত ভাবে তার অনেক ভালো কাজের তথ্য রয়েছে আমার কাছে। সে শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসেবক, প্রবাসীদের অভিভাবক, এবং দেশপ্রেমিক। তাঁর কর্মগুণে তিনি যেমন বাকেরগঞ্জবাসীর কাছে শ্রদ্ধার পাত্র, তেমনি লেবাননে প্রবাসী বাংলাদেশিদের জন্যও এক আশার আলো। তার বিরুদ্ধে লিমনের অপপ্রচার উদ্দেশ্য প্রনীত ছাড়া কিছু নয়।
জাতি তাঁর মতো দেশপ্রেমিক, মানবিক ও সংগ্রামী নেতার হাত ধরে আরও উন্নতির পথে এগিয়ে যাবে—এটাই সকলের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category