হতাশায় ভুগছেন একাধিক সাধারণ পরিবার,
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন যুবদল নেতা মামুন হাওলাদার পলাশ এর খালাতো ভাই পরিচয়ে কেসিনো সম্রাট রেজা রিদয়, যেন মানছেন না কোন সামাজিক দায়বদ্ধতা, তোয়াক্কা করছেননা আইনেরও,
চাপা খোপ বিরাজ করছে এলাকার একাধিক ভুক্তভোগী পরিবারের মধ্যে।
একাদিক মামলার আসামি এই রেজা রিদয় আওয়ামী দুঃশাসনের ১৭ বছর ফ্যাসিস্ট
সরকারের দোসর মামুন মেম্বারের নেতৃত্বে রাজ করেছেন এই নেশার রাজত্বে,
৫ই আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে, নেশার রাজত্বেও এনেছেন নতুন পরিবর্তন, ভরপাশা ইউনিয়ন যুবদলের নেতা ও সাবেক মেওয়ার লোকমান হোসেনের ঘের ও মুরগির খামার দখলকারী চাদাবাজ মামুন হাওলাদার পলাশ এর ছত্রছায়ায় চলছে তার নতুন রাজত্ব।
গরীব সাধারণ যুবসমাজকে ধংশের দিকে ঠেলে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা,পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রয়েছে বৃহৎ পরিকল্পনা সয়লাব হবে পৌর ও গ্রাম্য সমাজ।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ বিষয় জানতে চাইলে তিনি বলেন আমরা তৎপর রয়েছি কোন অভিযোগ বা তথ্য পেলে ব্যাবস্থা নিবো।