এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে পরিচ্ছন্ন গ্রাম বিনির্মানের একজন পরিবেশ বন্ধুর দুদু পাগলা (৭২), সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। নিহত দুদু পাগলা,উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের সরুগ্রামের মৃত আলিমুদ্দিন মন্ডলের ছেলে। দুদুকে উত্তর ধুনটের সর্ব সাধারণ পাগল বলেই জানে সবাই। মুলত তিনি পাগল হলেও সে ৮ থেকে ১০ জনের মত কথিত উশৃঙ্খল পাগল নয়। প্রতিদিন সকালে থেকে ২৪ ঘন্টার মধ্যে অনির্দ্দিষ্ট সময়ে রাস্তা ঘাটে খোলা মাঠে পরে থাকা বিভিন্ন আবর্জনা সংগ্রহ করে একটি নির্দ্দিষ্ট স্থানে ফেলে রাখতেন দুদু পাগলা। এমনকি পড়ে থাকা টাকাকে সে আবর্জনা মনে করে ফেলে দিতো। কথা বলতে না পারলেও সে ঈশারায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করতো। কেউ কোন দিন তার কাছ থেকে এক টুকরো আবর্জনাও কেড়ে নিতে পারেনি। যুগযুগ ধরে সে তার নিজ গ্রাম ও আশে পাশের এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করাই ছিল তার নিত্যকাজ।
এরুপ চলাকালিন অবস্থায় মঙ্গলবার (৮ই নভেম্বার) বিকাল ৩টার দিক