স্টাফ রিপোর্টার :- ২০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে ইতালী প্রবাসী নিজাম উদ্দিনের বাড়ি দখল করলেন বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক। গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টার সময় শতাধিক সন্ত্রাসী নিয়ে বাড়ি দখল ও বাড়ীতে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের চাঁদমারী মাদ্রাসা সড়ক এলাকায়। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ চাঁদমারী মাদ্রাসা সড়কের মৃত মহব্বত আলী হাওলাদারের দুই পুত্র নিজাম উদ্দিন ও জসিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮ টার সময় শতাধিক সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিকের নেতৃত্বে ওই বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তার ভঙ্গিপতি মো: জসিম উদ্দিন, তার বোন মেহেরুন্নেছা মিতু ও ভাই তৌহিদুল ইসলামসহ বেশকিছু সন্ত্রাসী উপস্থিত ছিলেন। হামলার সময় ওই বাড়ির মালিক নিজামউদ্দিনের বৃদ্ধ শ্বাশুড়ি ও ১ ভাড়াটিয়া আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বাড়ির মালিক নিজাম উদ্দিন। নিজাম উদ্দিন আরও জানান, আমার বাড়ির বাসার গেট ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ভাড়াটিয়াকে এবং শাশুড়ীকে মারধর, গালাগালি করে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে ধারাল অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে টেনে-হেঁচড়ে শ্লীলতাহানী করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়ে বাড়ীর যাবতীর মালামাল লুটপাট করে বাড়ী দখল করে নেয়। বিগত ২০২৩ সালের ৫ মার্চ তাদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। জিডি নং: ৩২৯/২০২৩। উল্লেখ্য, ওই জমি নিয়ে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলছে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তারা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।