মিনহাজুল ইসলাম খান সুজন বাকেরগঞ্জ:- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় চুরির উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনগণ। উপজেলার সাধারণ মানুষ চোর-ডাকাতের ভয়ে আতঙ্কিত। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জনমনে আতঙ্ক দূর করার লক্ষ্যে চোর-ডাকাতের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে। অভিযানের প্রথমদিন ছক্কা হাঁকানোর মতো ঘটনার ঘটিয়েছেন তিনি।
গত ১১ ই ফেব্রুয়ারি মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলায় চরামদ্দি ইউনিয়নের রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে একটি চোর চক্রের সন্ধানে বিশেষ অভিযান পরিচালনা করেণ। প্রথমদিন অভিযান পরিচালনার সময় একটি চোরাই মটরসহ সুমন খন্দকার (২১) নামের একজন চোরকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থান পুলিশ।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বাকেরগঞ্জ উপজেলা জুড়ে হঠাৎ করে চোর-ডাকাতের তৎপরতা বেড়ে যাচ্ছে। তাই আমাদের পক্ষ থেকে চোর-ডাকাত নির্মূলের আগে মূহুর্ত পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। ডাকত বিরোধী অভিযানে চরামদ্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলমগীর হোসেনের পুত্র সুমন খন্দকার নামে একজন চোরকে চুরির মালামাল সহ আটক করা হয়েছে।
তিনি আরো জানান, থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন খন্দকার চরামদ্দি রুহুল আমিন ডাকুয়ার বাড়ির মোটর চুরির সহ বিভিন্ন স্থানে চুরির কথা শিকার করছে। আমার ধারণা তাকে পরিবর্তিতে জিজ্ঞেসবাদের মাধ্যমে আরো অনেক তথ্য পাওয়া যাবে।