নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জ কবাই ইউনিয়নের ডিসি ঘাট টু চরকাউয়া লাইনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হলেন উপজেলা বি এন পির সদস্য চরাদি ইউনিয়নের বাসিন্দা সোহাগ হাওলাদার।
ঘটনা সূত্রে জানা যায়। বিগত আওয়ামী লীগ আমলে ক্ষমতার অপব্যবহার করে গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাটের বাসিন্দা টোকাই জাহিদ রাতারাতি অর্থ সম্পাদে ফুলে ফেঁপে উঠছে, এমনকি দলিয় পরিচয়ে এলাকায় মাদক কারবারি চুরি ডাকাতি বিভিন্ন অপকর্মের শেল্টার দাতা এ জাহিদ গাড়ি কিনে হয়ে উঠে মালিক সমিতির সাধারণ সম্পাদক। পদের প্রভাবকে কাজে লাগিয়ে পুরো বাকেরগঞ্জ পূর্ব অঞ্চলের মানুষকে জিন্মি করে। অতিরিক্ত ভাড়া আদায় করে বহুদিন ধরে যাত্রীদের উপর অভিচার করে আসছিল। ৫ ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে পট পরিবর্তন ঘটলে সবাই পালিয়ে আত্মগোপনে চলে গেলেও প্রভাবশালী পরিবহন মালিক সমিতির এই চক্রের মুল হোতা জাহিদ রয়ে যায় বহাল তবিয়তে। শুধু তাই নয়, সরকারকে বিতর্কে ফেলতে হঠাৎ করে ভাড়া বৃদ্ধি সহ নানান জটিলতা তৈরি করতে চেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ উঠলে বিষয় টি প্রতিবাদ করেন স্থানীয় বি এন পি নেতা সোহাগ হাওলাদার। আর সেই প্রতিবাদই কালো হয়ে উঠে তার জন্য, কতিপয় দুষ্ট চক্রর সহায়তায় জাহিদ উল্টো বি এন পি নেতা সোহাগ হাওলাদারকে দেখে নেবার হুমকি দেয়। এতে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে জাহিদের গাড়ি আটকে রাখে, পরবর্তীতে থানা পুলিশের মধ্যস্থয় বিষয় টি নিষ্পত্তি হয়। তখন অতিরিক্ত ভাড়া রাখবেনা এবং যাত্রী হয়রানি করা যাবেনা মর্মে শিকার হয়ে গাড়ি পুনরায় বুঝিয়ে নেয়। কিন্তু কয়দিন যেতে না যেতে আবারও একই ধান্ধা শুরু করলে স্থানীয় ছাত্রদের সাথে ঝামেলা বাঁধে ছাত্ররা জামার কলার ধরে টেনে হিচড়ে নামিয়ে মারধর করে। সংবাদ পেয়ে সোহাগ হাওলাদার ঘটনা স্থলে গিয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ গিয়ে তাঁকে ধরে এনে অতিরিক্ত ভাড়া আদায় ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা চালানোর বিষয় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। যা ইতিপূর্বে বিস্তারিত গণমাধ্যমে ভিডিও সহ প্রকাশ পায়। পরবর্তীতে বিদ্বেষমূলক ক্ষোভ প্রকাশ করে মেডিকেল ভর্তি হওয়া সহ নানা নাটক করে বৌকে দিয়ে জেলা আদালতে মিথ্যা মনগড়া তথ্যে দিয়ে মামলা করে। ওই মামলার কপি দিয়ে গণমাধ্যম কর্মীদের ভুল বুঝিয়ে বিভিন্ন ভাবে অপ্রোপ্রচারে লিপ্ত হয়ে প্রতিবাদি সোহাগ হাওলাদারের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার আমলে বি এন পির ত্যাগী ও পরীক্ষিত নেতা সোহাগ হাওলাদারকে নিয়ে এমন ঘটনায় জনমনে বিস্ময় সৃষ্ট হয়। তাদের সে ক্ষোভ ও অসন্তোষ যে কোনো সময় বিক্ষোভে রুপ নিতে পারে। তারা অনতি বিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি মাদকসেবী জাহিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।