বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা:
“আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস ২০২৪ পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ফায়ার সার্ভিসের তত্তাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইসমাম, বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম। এছাড়াও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।