নিজস্ব প্রতিবেদক:- বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জুলাই মাসে সংঘটিত আন্দোলনে আহত ২৯টি পরিবারের মাঝে সরকারি অনুদান বিতরণ করেছেন।
আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই অনুদান হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা মধ্যে অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, আহত প্রত্যেক পরিবারকে সরকার নির্ধারিত অনুদান প্রদান করা হয়েছে, যা তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়ক হবে।
অনুদান প্রদান শেষে ইউএনও রুমানা আফরোজ বলেন, “সরকার সবসময় মানুষের পাশে আছে। এই অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করছি।”