মোঃ মিনহাজুল ইসলাম সুজন বরিশাল বাকেরগঞ্জ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গাড়ি ইউনিয়নের রবিপুর গ্রামে, ০৪/০৭/২০২৫ রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় ঘটনাটি ঘটে, ভুক্তভোগী মোঃ ইকবাল হোসেন হাওলাদার জানান, গারুরিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডস্থ রবিপুর সাকিনের ৬৯ নং রবিপুর মৌজায় এস এ খতিয়ান খতিয়ান ২৩২ যাহার হালদাগ ১২৮৭ উক্ত দাগে পৈতৃক সূত্রে মালিক হইয়া দাদা ও বাবার নিজ ভিটায় তথা পুরাতন ঘড় ভেঙে সাবেক ভিটিতে নির্মাণ কাজ শুরু করি, ঠিক তখনই একই বাড়ির, মোহাম্মদ মান্নান হাওলাদার(৭০) লাভলী বেগম(৫০), কলি বেগম(৩০), সেলিনা বেগম(৩৫)
মমতাজ বেগম (৫০)সালাম হাওলাদার (৬০)রাতুল হাওলাদার (২৮)গনি হাওলাদার (২৪)রাজু হাওলাদার (২২)সহ আরো নাম না জানা অসংখ্য সন্ত্রাসী,
আমাদের নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে এবং ৫ লক্ষ টাকা চাঁদার দাবি করে, অন্যথায় মিথ্যা মামলা দেবে এবং হত্যা করবে বলে হুমকি ধামকি পরিবারের সকলকে মারধর করে।
ওদের মার খেয়েও চক্রান্ত বুঝতে পেরে আমরা পিছু হেটে চিকিৎসার জন্য আসি ঠিক তখনই তারা নিজেরা নিজেদের ব্লেড এবং দাও দিয়ে জখম হয়ে আমাদেরকে ফাঁসানোর জন্য অপচেষ্টা চালায় যাহার ভিডিও ফুটেজ বিদ্যমান।
ভুক্তভোগী ইকবাল হোসেন বলেন আমরা পরিবার-পরিজন নিয়ে খুব ভয়ের মধ্যে রয়েছি এবং বাকেরগঞ্জ থানার একটা অভিযোগ দায়ের করি আমরা তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার চাই,
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।