খান ফেরদাউস
বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী বড়িয়া-নন্দপাড়া ঈদগাহে হাজারো মুসুল্লিদের উপস্থিতে উৎসব মুখর পরিবেশে আজ সোমবার সকাল ৯ টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ মাসব্যাপী সিয়াম-সাধনার পরে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এ বছরও বড়িয়া নন্দপাড়া ঈদগাহে মুসুল্লিদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ঈদের নামাজে ইমামতি করেন বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা রুহুল আমিন খান।
নামাজ শেষে মুসল্লীদের উদ্দেশ্য মোল্লা পরিবারের পক্ষ থেকে এলাকার সার্বিক পরিস্থিতি,মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের অবকাঠামো উন্নয়ন নিয়ে সৌজন্যে মূলক বক্তব্য রাখেন অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা।
ঈদের জামাতে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বি এনপির সাবেক সভাপতি মুহাম্মদ মতিউর রহমান মোল্লা,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,আলেম ওলামা,চাকুরিজীবী,সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
নামাজের পর মোনাজাতে দেশের শান্তি,
সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে এলাকার সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায়, ফিলিস্তিনে মজলুম মুসলমানদের জন্য দো’আ করেন।
প্রতি বছরের ন্যায় ঈদগাহে আগত মুসুল্লিদের জন্য রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রুস্তম আলী মোল্লা’র পরিবারে’র পক্ষ থেকে ডাল-ভাতের আয়োজন করেন।