অফিস ডেক্স :- ভোলা শশীভূষণ তিন পেশাদার মোটরসাইকেল চোর আটক করেছেন শশীভূষণ থানা পুলিশ । গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ঘটিকার সময় শশীভূষণ থানাদিন রসুলপুর চৌমুহনী থেকে একটি টিভিএস মোটরসাইকেল গার লক থাকা অবস্থায়, স্থানীয় মালেক কোম্পানির ছেলে, মামুন কোম্পানির নেতৃত্বে স্থানীয় মেম্বার প্রার্থী ইসমাইল সহ শহীদ এবং ইমরান, উক্ত মোটরসাইকেলটি চুরি করে। এসময় মোটরসাইকেলের মালিক মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করলে, চোরের সদস্য ইসমাইল মোটরসাইকেলের মালিক থেকে মোটরসাইকেল বের করে দিবে বলে, এক লক্ষ টাকা দাবি করেন। এ সময় মটর সাইকেলের মালিক শশীভূষণ থানায় যোগাযোগ করলে। তাৎক্ষণিক শশীভূষণ থানা ওসি মিজানুর রহমানের তত্ত্বাবধানে, এস’আই দেলোয়ার হোসেন নেতৃত্বে একটি পুলিশ টিম ছদ্মবেশ ধারণ করে, চোরের চাহিদা টাকা চোরকে দেওয়ার লোভ দেখিয়ে মোটরসাইকেল মালিকসহ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করেন, উক্ত আসামিদের গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি নিয়ে চোরের গোপন আস্তানা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় শশীভূষন থানা পুলিশ, এসময়ে চোরের সদস্য ইসমাইল মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।মামলা পরিচালনাকারী এসআই দেলোয়ার বলেন,আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ছদ্মবেশ ধারণ করে ঘটনাস্থলে পৌঁছে আসামিদের কে আটক করে তাদের স্বীকারোক্তি নিয়ে তাদের গোপন আস্তানা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করি, এ সময় আসামি ইসমাইল পালিয়ে যায়, আমরা উক্ত চার জন আসামির বিরুদ্ধে বাদীর অভিযোগের প্রেক্ষিতে ৫(২) /২০২৩ মামলা রুজু করে আটক তিন জন আসামিকে কোর্টে প্রেরণ করছি, আদালত তাদের’কে জেল হাজতে পাঠান।