নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের কোমলমতী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করেন অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠনে জাগ্রত তারুণ্যের প্রতিষ্ঠাতা ডা :শাহারিয়ার মিঞা সাহিদ এসময়ে উপস্থিত ছিলো জাগ্রত তারুণ্যের উপজেলা ও ইউনিয়নের সদস্যরা এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ।
তিনি বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নেই কার্যক্রমটি চলমান রাখছেন তার এই মহৎ উদ্যোগের সাধুবাদ জানান বাকেরগঞ্জের সাধারণ জনগন। তারা বলেন বাকেরগঞ্জের জনপ্রতিনিধিরা ভোটের আগ ছাড়া কেউ সাধারণ জনগনের সারা বছর খোঁজ নেন না।ডা::শাহারিয়ার পেশায় চিকিৎসক হওয়ায় চিকিৎসা সংক্রান্ত নানা সমস্যায় আমরা তাকে সবসময় পাশে পাই তিনি ফ্রী মেডিকেল ক্যাম্প ,গরীব অসহায় মানুষদের পাশে থাকেন ।এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছেন।উদিয়মান ,উচ্চশিক্ষিত তরুণ জনপ্রতিনিধি হিসেবে ডা:শাহারিয়ার সাহিদ ইতিমধ্যেই বাকেরগঞ্জের সাধারণ মানুষের মন জয় করেছেন। সাধারণ জনগনের চাওয়া তিনি অবহেলিত বাকেরগঞ্জের মানুষের পাশে সামনেও থাকবেন।