
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন, “আমি এমপি নির্বাচিত হলে বাকেরগঞ্জের কোনো গ্রামে আর কাঁচা রাস্তা থাকবে না। সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক বাকেরগঞ্জ গড়ে তুলবো, যা হবে একটি শান্তির নগরী।”
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনী গ্রামের চৌরাস্তা এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে বাকেরগঞ্জে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি, হয়েছে শুধু লুটপাট ও নৈরাজ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়নের ধারায় বাকেরগঞ্জকে এগিয়ে নেওয়া হবে।”
এর আগে সকাল ১০টায় পৌরসভার কাঠেরপোল এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। পরে গারুড়িয়া বাজার হয়ে পেয়ারপুর বাজারে গণসংযোগ শেষে কবাই ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পথসভায় যোগ দেন। কয়েক সহস্র নারী-পুরুষের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রূপ নেয়।
কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, ১নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খান, সদস্য সচিব কামরুজ্জামান মিজান চেয়ারম্যান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।