নিজস্ব প্রতিবেদক:
লক্ষীপুর সদর উপজেলা অধীনে ভয়েবয় বন্যা পরিস্থিতিতে হাজার হাজার জনগণ ঘরবন্দী বন্যার পানির কারণে চলাফেরা খাওয়া-দাওয়া করতে খুবই অসহায় হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে এখন পর্যন্ত সাধারণ জনগণের জন্য কোন বাজেট আসে নাই।খুবই দুঃখ জনক ঘটনা আল্লাহপাক সহায়তা ১১ নং হাজিরপাড়া ৯ নং ওয়ার্ড বড়বল্লাভপুর প্রবাসী ফোরামের উদ্যোগে শাহাবুদ্দিন,মো: মিলন,ইউছুপ,নেতৃত্বে চলতেছে অসহায় মানুষের ত্রান বিতরণ কাজ চলছে।সকল ধরনের চিকিৎসা ব্যবস্থা করে রেখেছেন অসহায় মানুষ যে বিপদে পড়বে তাকে দ্রুত সুব্যবস্থা ও চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে প্রবাসী ফোরামের সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় ৯নং ওয়ার্ড সাধারণ জনগণ বলে এই ভয়াভয় বন্যার পরিস্থিতিতে আমাদের এলাকায় কোন তাল বিতরণ আসে নাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে।আমরা কিছু বলতে চাই আল্লাহপাক যেন প্রবাসী ভাইদের কে ভালো রাখে সুস্থ রাখে।
এ দুঃসময় আমাদের পাশে আসে সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আর আমাদের লক্ষ্মীপুর জেলার ডিসি মহোদয়ের সুদৃষ্টি কামনা করি।আমরা কেউ গরিব অসহায় মানুষ নয় বন্যা পরিচিতিতে আমরা শিকার তাই অন্তর্বর্তী সরকারের অধীনে বন্যাতে যে বাজেট দিয়েছে।সে বাজেট অনুযায়ী আমরা যারা ঘরবন্দী পানিবন্দী হয়ে না খাইয়ে বেঁচে আছি,তাদের দিয়ে যেন সু নজরে তাকিয়ে সমান বন্টন করে।
এ সময় প্রবাসী শাহাবুদ্দিন বলেন এই ভয়াবয় বন্যার কবলিত মানুষের পাশে দাঁড়িতে পেরেছি বলেই আমরা ধন্য যারা এখনো মানুষের পাশে দাঁড়াতে পারেননি দয়া করে বলব আপনারা সবাই এই বন্যা পরিচিতিতে একে অপরকে ভালবাসতে এগিয়ে আসুন আল্লাহ পাক যেন সবাইকে বন্যাতে থেকে রক্ষা করবে।আমাদের লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলে অধিকাংশ মানুষ গত এক সপ্তাহ থেকে পানিবন্দি থাকার কারণে না খেয়ে রয়েছে। তাই আমরা প্রবাসী কিছু ভাইদের ভাইদের আর্থিক সহযোগিতায় নিজেদের গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।আমাদের মত সবাই প্রবাসী ভাইরা যদি এগিয়ে আসে অসহায় মানুষের পাশে দাঁড়ায় ইনশাআল্লাহ আগামী দিন ভয়াবই বন্যার থেকে সবাইকে রক্ষা করা সম্ভব।সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন।
আমরা যেন আগামী দিনে সবার পাশে দাঁড়াতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শু দীর্ঘ কামনা করি।