মাহাবুল ইসলাম পরাগ, গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং গাজীপুর প্রেস ক্লাবের নির্বাহী কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গাফফারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। রবিবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে গাজীপুর থেকে কালীগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে স্থানীয় আওড়াখালী বাজার এলাকায় ওত পেতে থাকা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত আক্রমণ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
পুলিশ ঘটনায় জড়িত এক যুবদলকর্মীকে আটক করেছে।