| ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি July 9, 2025, 10:11 pm
Title :
‎চৌদ্দগ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা: ৫ হাজার মানুষের মুখে হাসি শেরপুর বিশিষ্ট চাউল ব্যবসায়ী কাছে থেকে ৩ লক্ষ টাকা চাঁদার দাবি সাংবাদিকসহ ৪ জন বিরুদ্ধে মামলা  বাকেরগঞ্জে স্বৈরাচারের দোসর এখন ওয়ার্ড বিএনপির সেক্রেটারি প্রার্থী! বাকেরগঞ্জ উপজেলায় হাত বাড়ালেই মিলছে মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র ক্ষোভ: বহিষ্কৃত সালাম মৃধার উপস্থিতিতে উত্তেজনা ‎”চিত্রনায়িকা আঁখি চৌধুরীর জন্মদিনে লাবণ্য মিডিয়ার বিশেষ আয়োজন।” স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ ব্যবসায়ী শ্রেণিতে সম্মাননা পেলেন সগীর আহমেদ বাকেরগঞ্জে উপজেলা ও পৌর শাখা কমিটির পরিচিত সভা ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত বাকেরগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা! রাজধানীর বনশ্রীতে এজেন্ট ব্যাংক শাখা ও বাসায় দুর্বৃত্তের তাণ্ডব

ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য প্রার্থী সেলিম রেজা জনজরীপে এগিয়ে-ঝালকাঠি জেলা ছাত্রদলের শুভকামনা

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২৫, ২০২৫
  • 20 Time View

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি-১আসন (কাঁঠালিয়া – রাজাপুর) সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এরমধ্যে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও সাবেক ছাত্র নেতা বিএনপির দুর্দিনের কান্ডারী, রাজপথ কাঁপানো নেতা, নেতাকর্মীদের প্রিয় আস্থাভাজন নেতা হাবিবুর রহমান সেলিম রেজা লোভিং ও জনজরীপে শতভাগ এগিয়ে রয়েছেন।

এদিকে ঝালকাঠি-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য ও বিএনপির হাল ধরতে চান এবং শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শকে ধারণ করে জনসেবা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া (কাঁঠালিয়া-রাজাপুর) উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাবিবুর রহমান সেলিম রেজাকে এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে জল্পনা কল্পনা শুরু করেছে এবং অধিকাংশ ভোটাররা ইতিমধ্যে জোট বেধেছে। সমর্থক ভোটাররা বলেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে হাবিবুর রহমান সেলিম রেজা’র সফলতা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মো. তানভীর জানান কাঁঠালিয়া-রাজাপুর উপজেলায় হাবিবুর রহমান সেলিম রেজা’র বিকল্প নেই। তিনি বিএনপির দুর্দিনে আমাদের সকল নেতাকর্মীদের ছায়াতলে রেখেছেন। রাজপথ কাঁপানো এই নেতার সান্নিধ্যে আমরা দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতিতে স্বাচ্ছন্দ্যে আর অধিক সাহস নিয়ে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামীলীগ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ও হাসিনা হটাও আন্দোলন কর্মসূচিতে রাজপথে থেকে ফায়সালা করেছি। তিনি নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থেকেছেন।

আর এই নেতা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে (কাঁঠালিয়া-রাজাপুর) উপজেলা মডেল উপজেলা হবে। বর্তমান যারা প্রতিদ্বন্ধী প্রার্থী হতে চান তাদের চেয়ে হাবিবুর রহমান সেলিম রেজা যোগ্য প্রার্থী। কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মো. কামরুল তালুকদারসহ একাধিক নেতাকর্মীরা জানান হাবিবুর রহমান সেলিম রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঝালকাঠি -১ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন।

হাবিবুর রহমান সেলিম রেজা জানান, বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে উন্নয়ন মূলক কাজ ও জনসেবা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

এদিকে ঝালকাঠি জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভকামনা জানান জেলা ছাত্রদলের সদস্য সরদার গোলাম রাব্বি, তিনি বলেন হাবিবুর রহমান সেলিম রেজা রাজনীতি উন্নয়ন কিংবা রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন জননেতা গরিবের বন্ধু সেলিম রেজা। জেলা ছাত্রদল তার পাশে সব সময় ছিলাম এবং থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category