স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলার চর কাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ ফিরে পেলেন মো: সাখাওয়াত হোসেন মনির।
আজ শনিবার (২৪ মে) বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো : রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, বরিশাল সদর উপজেলাধীন চারকাউয়া নয়ানী মাধ্যমি বিদ্যালয়ের এ্যাডহক কমিটি গত ১৮ মার্চ অনুমোদন দেয় বরিশাল শিক্ষা বোর্ড। এতে মো: সাখাওয়াত হোসেন মনিরকে সভাপতির দায়িত্ব দেয়া হয়।
এরপর সাখাওয়াত হোসেন মনির একটি মামলায় আটক হয়ে জেল হাজতে যান। পরে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যাবলি স্বাভাবিক রাখার লক্ষে এবং পরবর্তী যে নির্দেশনা আসবে তা অনুসরণ করার শর্তে সভাপতি প্যানেলের ২ নং ক্রমিকধারী পূর্ণিমা সরদারকে সভাপতি করে কমিটি সংশোধন করা হয়। অর্থাৎ পূর্ণিমা সরদারকে সভাপতি দায়িত্ব দেয়া হয়।
আজ (২৪ মে) বরিশাল শিক্ষা বোর্ডের স্মারকে উল্লেখ করা হয়, সাখাওয়াত হোসেন মনির জামিনে মুক্তি পেয়ে (৬ মে) শিক্ষা বোর্ডকে অবহিত করেন এবং সভাপতির দায়িত্ব নিতে কোন বাধা আছে কিনা জানতে চান।
এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের আইন উপদেষ্টার মতামত গ্রহণ করা হয়। তিনি মতামত দেন যে, শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০২৪ এর ১৬ (ঘ) ধারা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডিত হলে সভাপতি পদ হারাবেন।
এ ক্ষেত্রে মো: সাখাওয়াত হোসেন দন্ডিত হন নাই। কাজেই তাকে স্বপদে বহাল করতে আইনগত কোনো বাঁধা নেই।
আইন উপদেষ্টার মতামত অনুযায়ী বরিশাল শিক্ষা বোর্ডের ২৩ এপ্রিলের স্মারকটি বাতিলপূর্বক ১৮ মার্চের পত্রটি পুনর্বহাল করা হলো