মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬ নং পোরজনা ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায়, দুঃস্থ, অতিদরিদ্র ও দুর্যোগাক্রান্ত পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ৫,৫১২টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। এ কার্যক্রমটি বাস্তবায়ন করে পোরজনা ইউনিয়ন পরিষদ এবং সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পোরজনা ইউনিয়ন প্রশাসক মোঃ বেলাল হোসেন, ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈমুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার শরিফুল ইসলাম, মেম্বার মোঃ হাসেম সহ আরও অনেকে।
স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে বিতরণ সম্পন্ন হয়। এসময় উপস্থিত পরিবারগুলো ঈদের আগমুহূর্তে এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে।