স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
অভিযোগ উঠেছে কাতার প্রবাসী প্রতারক নাজিম উদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন আইডি দিয়ে ডজন খানেক বাংলাদেশী ও প্রবাসী বিবাহিত – অবিবাহিত নারীদেরকে প্রেমের ক্ষপ্পরে পেলে তাদের ইজ্জত টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এবং মেয়েদেরকে প্রেমের জালে ফেলে বিয়ে করবে বলে শারীরিক সম্পর্ক করেন ও নোংরা ভিডিও ক্যামেরায় ধারণ করে ব্ল্যাকমেইল করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া তার নিত্য দিনের কাজ। এবং তিনি tiktok করে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলেন এ যেন তার টাকা কামানোর মেশিন।
তিনি বাংলাদেশের ফরিদপুর জেলা ভাঙ্গা গ্রামের এক গরিব কৃষকের ছেলে বহু কষ্ট করে কাতার দোহায় গিয়েছিলেন,কোন মতে টুকিটাকি কাজ করে সামান্য কিছু টাকা আয় করতেন। এই প্রতারক হঠাৎ করে আঙ্গুল পুলে কলা গাছ হয়ে যায়। যার কারণ তিনি শতাধিক মেয়ের সাথে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পরে নতুন করে আরেক মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলেন।
এরই মধ্যে হঠাৎ দুবাই প্রবাসী এক সন্তানের মা নুরজাহান বেগম ওরূপে মায়া কে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তার এই পরকীয়া প্রেমের জন্য নুরজাহান বেগম স্বামী সন্তানকে ভুলে যেতে বসেছে, তাদের কোন খোঁজ খবর নিচ্ছে না এবং স্বামীকে তালাক দিয়ে দিবে বলে বারবার হুমকি দিচ্ছে। তাই স্বামী রকি আহমেদ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে এই প্রতারককে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়ার জন্য। অন্যথায় তার এই পরকীয়া প্রেমের জন্য একটি সোনার সংসার ভেঙে খান খান হয়ে যাবে।
এবং এই প্রতারক নাজিম যেন আর কারো সংসার ভাঙতে না পারে।আরো অভিযোগ উঠেছে প্রতারক নাজিমের কর্মস্থলের মালিক/কফিল, থেকে ফ্রিতে ভিসা নিয়ে,ওই ভিসা বাংলাদেশ তার পরিচিত লোকের কাছে মোটা অংকের টাকায় বিক্রি করে, এবং ও সকল গরিব মানুষকে নিয়ে তাদেরকে সঠিকভাবে কাজ না দিয়ে মানব পাচারকারী সাথে একত্রিত হয়ে আটক রেখে আত্মীয়-স্বজন থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করছেন।
অভিযোগকারী নুরজাহান বেগমের স্বামী রকি ও তার ছেলে রোহান তাদের অভিযোগ এই প্রতারক নাজিমের কারণে ছেলে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে,স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে বঞ্চিত হচ্ছে,এবং ছেলে সন্তান স্বামীর কোন খোঁজ খবর নিচ্ছে না তাই,এই প্রতারক নাজিমকে সোশ্যাল মিডিয়ার মাধ্য মে নাজিমের মুখোশ উন্মোচন করে তাকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করছেন।
এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য নাজিম উদ্দিনের মুঠোফোনে বারবার ফোন করার পরেও তাকে পাওয়া যায়নি