জসিম রানা, ভোলা!! ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ভোলার বোরহানউদিন উপজেলার প্রান্তীক জেলের মাঝে বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যােগে এসব উপকরণ বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম সহ আরো অনেকে।