বার্ষিকী পালিত জসিম রানা, ভোলা।। ভোলায় বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে ভোলা জেলা যুব মহিলা লীগের যুগ্ন-আহবায়ক প্রভাষক রেহানা ফেরদৌস এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন, ভোলা জেলা যুব মহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।এ সময় বক্তরা বলেন, পুরুষদের পাশাপাশি নারীরাও আজ এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ভোলার যুব মহিলা লীগ প্রথম সারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে।