জসিম রানা, ভোলা। জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায়, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষে অভয় আশ্রম-২০২৪ উপলক্ষে, বুধবার দিন ব্যাপি কোস্টগার্ড দক্ষিণ জোনের কামান্ডার এম. আলমগীর ও কামান্ডার এম. আজিজুলের নেতৃত্বে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী ও একটি ট্রাক জব্দ করে বিপুল পরিমানে মাছ ও জাল আটক করা হয়। এসময় অবৈধ ৫লাখ মিটার পাই জাল ৪ লাখ মিটার কারেন্ট জাল, এক লাখ মিটার সুতার জাল, যার বাজার মূল্য ৪ কোটি পয়ত্রিশ লক্ষ নয় হাজার ছয়শত টাকা। অন্যদিকে ১টি ট্রাকে অভিযান পরিচালনা করে ৪হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ আটক করা হয়। অন্যদিকে ট্রেকে থাকা ৩জন মাছ বহনকারিকে আটক করে মুসলেকা রেখে ট্রাক সহ ছেড়ে দেয়া হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এসময় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস ব্যাপি নদীতে সকল ধরণের মাছ শিকার বন্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এ উপলক্ষে ভোলার সকল নদীগুলোতে কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযান অব্যাহত রয়েছে।