স্টাফ রিপোর্টার – সড়ক ও জনপদ অধিদপ্তরের শতাধিক প্রকৌশলী বিগত সরকারের সময় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কোটি কোটি টাকার মালিক হয়ে বয়েছে বহাল তবিয়তে।
অনেকের বিরুদ্ধে একটি সংস্থা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে।
অপরদিকে লালমনিরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমেন এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ গড়ে তোলেন।
তিনি পুর্বে ঢাকা সড়ক বিভাগ ও টাংগাইল সড়ক বিভাগে কর্মরত থাকাকালে বিভিন্ন সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে নাম মাত্র কাজ করে কোটি কোটি টাকার দুর্নীতি সংঘটিত করেছে।
প্রকৌশলী আব্দুল মোমেন এর রয়েছে জামালপুর ও ঢাকায় একাধিক বাড়ী।এছাড়াও রয়েছে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি।