মুহাম্মদ এমরান বান্দরবান
পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কুমারী এলাকায় হতদরিদ্রের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন শুভ।
বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা’র পক্ষে এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে এ ঈদ উপহার তুলে দেওয়া হয়।
ঈদের আগেই ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।
এবিষয়ে সাজ্জাদ হোসেন শুভ বলেন, ঈদের আনন্দ শুধু ধনীদের বা সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের মাঝেই যেন সীমাবদ্ধ না থাকে, সেটি যেন সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষসহ সমাজের সকল শ্রেণির মাঝে ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্য বাস্তবায়ণে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা ভাইয়ের পক্ষে এলাকার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়েছি।