নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের খাদ্যপ্রেমীদের জন্য এ যেন এক নতুন স্বাদের দিগন্ত Too Yum। শহরে প্রথমবারের মতো উদ্বোধন হলো একটি প্যান-এশিয়ান রেস্টুরেন্ট, যেখানে এক ছাদের নিচে সকল খাবারের এক অসাধারণ সমাহার।রেস্টুরেন্টটি সাজানো হয়েছে আধুনিক ও আঞ্চলিক সংস্কৃতির সংমিশ্রণে, যেখানে কেবল খাবার নয়, পরিবেশও উপভোগ্য।
স্থানীয় ফুড লাভারদের মতে, “এটা বরিশালের জন্য একেবারেই নতুন কিছু। এত বৈচিত্র্য আগে দেখা যায়নি।”প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা ৩০ পর্যন্ত রেস্টুরেন্টটি খোলা থাকবে। উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সৈয়দ সাব্বিরুল হাসান জানান “বরিশালের রসনাবিলাসে নতুন স্বাদের শুরুতে আপনাদের স্বাগতম। আশা করি, এই যাত্রায় আপনাদের ভালোবাসা আর সঙ্গ পাবো সবসময়।” ঠিকানা: মিন্টু ম্যানশন-১, ২য় তলা, পুলিশ লাইন, বরিশাল। আপনারা সকালে আমন্ত্রিত ।