ভোলা প্রতিনিধি!! কোরআন খতম, দোয়া মোনাজাত ও মাদ্রাসা ছাত্রদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণের মধ্য দিয়ে, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের মা রহিমা বেগমের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কাড়ালিয়া গ্রামে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের নিজ বাড়িতে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান প্রেস ক্লাবের সভাপতি মইন আহাম্মেদ, যমুনা টিভির ভোলা জেলা প্রতিনিধি জুয়েল সাহা, মোহনা টিভির ভোলা জেলা প্রতিনিধি জসিম রানা। এসময় এমপি মুকুল তার মরহুমা মা রহিমা বেগমের স্মৃতিচারণ করেণ ও তার জান্নাত নসীবের জন্য সকলের কাছে দোয়া প্রার্থণা করেণ।