ভোলা প্রতিনিধি!! ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে মাদ্রাসার হল রুমে আলিম পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এই সময় লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউসুফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আ’লীগের সহ- সভাপতি ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক উপাধ্যাক্ষ মাওলানা আবু তাহের মিয়া। এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।