প্রথম বাংলা – আওয়ামী লীগের সভাপতি প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানসহ সাবেক ৪ সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে অর্থপাচার,মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের বিভিন্ন প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।
বুধবার কমিশন সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছে।
সাবেক মন্ত্রী ছাড়া বাকি এমপিরা হলেন—চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ইকবালুর রহিম ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর সময় বেশ কয়েকজন মহাপরিচালক বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম এর অভিযোগ রয়েছে।